গভীর রাতে শীতার্তদের পাশে স্বপ্নময় মানব কল্যাণমূখী সংগঠন
নাঈমুল হক, নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের অন্যতম মানবিক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী স্বপ্নময় মানব কল্যাণমূখী সংগঠনের উদ্যোগে অসহায়, হত-দরিদ্র ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
গত সোমবার গভীর রাতে আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া উপজেলায় পথচারী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহেদ, আহসান সাকিব, মুহাম্মদ সিহাব, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ রেজা প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন- আমরা যুব সমাজ যদি ছোট ছোট কাজের মাধ্যমে নিজ নিজ স্থান থেকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। তাহলে তাদের অসহায়ত্ব কমিয়ে আনতে সক্ষম হব।