আলমগীর খানকা শরীফে ইমাম শেরে বাংলা (রহ.) কনফারেন্স’২১ সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি

গতকাল ১৩ মার্চ (শনিবার) ইমামে আহলে সুন্নত, আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা (রহ.)-এর ৫৩তম বার্ষিক ওরছ উপলক্ষে ইমাম শেরে বাংলা (রহ.) রিসার্চ একাডেমির ব্যবস্থাপনায় নগরীর ষোলশহর আলমগীর খানকা শরিফে ইমাম শেরে বাংলা (রহ.) কনফারেন্স সম্পন্ন হয়েছে।
উক্ত মাহফিল শাহজাদা সৈয়দ আবু নওশাদ নঈমীর সঞ্চালনায় আলহাজ্ব সৈয়দ মাওলানা মুহাম্মদ ইউনুস রজভীর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানের এসভিপি আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারি আলহাজ্ব আনোয়ার হোসেন,জননেতা আল্লামা এম এ মান্নান, আল্লামা কাজী মঈনদ্দীন আশরাফী, শাহাজাদা আলহাজ্ব বদরুল হক আল কাদেরি, অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আল কাদেরী, শায়খুল হাদিস আল্লামা সুলাইমান আনসারি, মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, উপাধ্যক্ষ আল্লামা লিয়াকত আলী, আল্লামা মুহাম্মদ আশরাফুজ্জান আল কাদেরী, এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, আল্লামা আবুল আসাদ জুবাইর রজভী, আল্লামা আনিসুজ্জামান আল ক্বাদেরী, অধ্যক্ষ আল্লামা আব্দুল আউয়াল ক্বাদেরী, মাওলানা তারিকুল ইসলাম, আল্লামা ইকবাল হোসেন আল কাদেরি, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা ইদ্রিস সহ আরো অনেক আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সময় বক্তারা বলেন ইমাম শেরে বাংলা (রহঃ) রক্ত দিয়ে সুন্নীয়তকে জিন্দা করেছিলেন সেই সুন্নীয়তকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়ে জিন্দা রেখেছেন শাহেন শাহে ছিরিকোট (রহ.)। ইমাম শেরে বাংলা (রহ.) এর মাজার শরিফ পুনঃনির্মাণের জন্য আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হবে বলে জানিয়েছেন আঞ্জুমান ট্রাস্টের এসভিপি আলহাজ্ব মোহাম্মদ মহসিন।