আলহাজ্ব ছালেহ আহমদ সওদাগরের বার্ষিক ওফাত উপলক্ষে দু’আ ও মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক

আজ (৩১শে আগস্ট) মঙ্গলবার আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট চট্টগ্রাম সাবেক সিনিয়র সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর আলহাজ্ব ছালেহ আহমদ সওদাগরের বার্ষিক ওফাত বার্ষিকী উপলক্ষে এক দু‘আ ও মিলাদ মাহফিল জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ অফিসে বাদে যোহর অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। অনুষ্ঠানে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলী, শাইখুল হাদীস আল্লামা হাফেয মোহাম্মদ সোলাইমান আনসারী, প্রধান মুফতি আল্লামা কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাািদ্দস আল্লামা হাফেয মুহাম্মদ আশরাফুজ্জামান আল ক্বাদেরী, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আজহারী, সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইলিয়াছ আল কাদেরী, সহকারী মাওলানা মুহাম্মদ সোলায়মানসহ জামেয়ার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ফাযিল-কামিল স্তরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, জামেয়ার দক্ষিণ পার্শ্বের ৬ তলা বিশিষ্ঠ একাডেমিক ভবন, ঢাকা ক্বাদেরীয়া, হালিশহর তৈয়্যবিয়া ও চন্দ্রঘোনা তৈয়্যবিয়াসহ অনেক মাদরাসায় অসামান্য অবদান রেখে তিনি চির স্বরণীয় ও বরণীয় হয়ে আছেন।
পরিশেষে, সবাইকে জামেয়া, আনজুমান, গাউসিয়া কমিটি বাংলাদেশসহ দেশ ও জাতীর খেদমতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মরহুমের রফে দরজাত ও মাগফিরাত কামনায় দু’আ ও মুনাজাত পরিচালনা করেন জামেয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী।