আল্লামা কাজী জানে আলম রহিমী স্মৃতি ফাউন্ডেশনের কমিটি ঘোষণা

পটিয়া প্রতিনিধি

মানবিক কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণ আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে আল্লামা কাজী জানে আলম রহিমী (রহ.) স্মৃতি ফাউন্ডেশন। দক্ষিণ চট্টগ্রামের গৌরব, পটিয়ার কৃতি সন্তান, পটিয়ার বিভন্ন মসজিদে ১০ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা আল্লামা কাজী জানে আলম রহিমী (রহ.)’র নামে এ মানবিক সংগঠনের নামকরণ করা হয়।

গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) পটিয়ার ১০নং ধলঘাট ইউনিয়নের মুকুট নাইট বায়তুল মামুর জামে মসজিদে শাহাদাতে কারবালা মাহফিলের সমাপনী দিবসে ২০১৯-২৩ কার্যকরী কমিটির ঘোষণা দেয়া হয়।

বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ্ব সোলায়মান আলম শেঠ, হযরতুলহাজ্ব মাওলানা আবুল কাশেম নুরী, হযরত মাওলানা আব্দুর রহিম আল কাদেরি, হযরত মাওলানা আবুল আসাদ জুবাইর রজভি, মাওলানা মুহাম্মদ এনাম রেজা কাদেরি সহ ৫১ সদস্যের উপদেষ্টা মণ্ডলীর নাম ঘোষিত হয়।

অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল জলিল চৌধুরীর অনুমোদনে সভাপতি মনোনীত হন কাজী মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন তৈয়বী, সাধারণ সম্পাদক মুহাম্মদ এমরাজ উদ্দিন চৌধুরী পারভেজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ জহির উদ্দিন এবং অর্থ সম্পদাক মুহাম্মদ রাশেদুল বারী সহ ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির ঘোষণা দেয়া হয়।

সামাজিক, মানবিক, শিক্ষামূলক ও ধর্মীয় নানা কর্মসূচি পালনের মাধ্যমে সুন্দর আদর্শবান সমাজ গঠনের লক্ষ্যে এ ফাউন্ডেশন কাজ করে যাবে। সেসাথে আল্লামা কাজী জানে আলম রহিমী (রহ.) এর রেখে যাওয়া নানা কর্মসূচিও বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবে বলে জানিয়েছে সংগঠনটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ। এসব সুন্দর কার্যক্রমে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও কামনা করা হয়।

পরিশেষে মুজাহিদে মিল্লাত গাজী আবুল কালাম বয়ানী (ম.জি.আ.) অত্র সংগঠনের জন্য দু’আ করে আখেরি মোনাজাত পরিচালানা করেন।

Related Articles

Back to top button
close