আল্লামা মুফতি ইদ্রিস রেজভীর দাফন সম্পন্ন, এমপি মন্ত্রীসহ বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

বোয়ালখালী প্রতিবেদক, আরিফুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উপদেষ্টা, চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদরাসার প্রতিষ্ঠাতা, ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের সম্মানিত সাবেক খতীব, সুন্নি মুসলমানদের অভিভাবক, নায়েবে আ’লা হযরত, পীরে তরিকত, প্রবীন আলেমেদ্বীন, অধ্যক্ষ আল্লামা মুফতি ইদ্রিস রেজভী হুজুর গতকাল (২৭ জুলাই’২১) মঙ্গলবার বিকেলে আসরের আজান চলাকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)

এর আগে গত (২৩শে জুলাই) শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হলে হুজুরকে নগরীর ডেলটা হাসপাতালে ভর্তি করা হয়। হুজুরের ইন্তেকালের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো এক শতাব্দীরও অধিক বর্ণাঢ্য এক অধ্যায়ের। মৃত্যুকালে হুজুরের বয়স হয়েছিল ১১৫ বছর।

হুজুরের ইন্তেকালে চট্টগ্রামসহ সারা বাংলাদেশের সুন্নী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজ (২৮ জুলাই) বুধবার সকাল ১১টায় ঐতিহ্যবাহী বোয়ালখালী শ্রীপুর বুড়া মসজিদ ঈদগাঁ মাঠে নামাজে জানাযা শেষে চরণদ্বীপে পারিবারিক কবরস্থানে হুজুরকে দাফন করা হয়।

বড় হুজুর মুফতি ইদ্রিস রেজভীর মৃত্যুতে মন্ত্রী, এম.পি, এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

আহলে সুন্নাতের শোকঃ-

আল্লামা মুফতি ইদ্রিস রেজভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদীস, আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী, নির্বাহী চেয়ারম্যান আল্লামা অধ্যক্ষ আবদুল বারী জিহাদী, কো- চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আলক্বাদেরী, শাইখুল হাদীস ও কো-চেয়ারম্যান আল্লামা হাফেয মোহাম্মদ সোলাইমান আনছারী, কো- চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মারুফ শাহ, ড. আল্লামা আফজাল হোসাইন, স্টান্ডিং কমিটির সদস্য বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা এম এ মান্নান, এম এ মতিন, অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, উপাধ্যক্ষ আল্লামা লিয়াকত আলী, অধ্যক্ষ আল্লামা হারুনুর রশিদ রেজভী, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আল্লামা নুরুল আলম হেজাজী, সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দিদী, আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, এডভোকেট মাহবুব উল আলম আশরাফী, ডঃ মাওলানা হাফেজ হাফিজুর রহমান, মাওলানা এ এ এম জুবাইর রজভী, মহাসচিব সৈয়দ মসিহুদ্দৌলা, নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক, যুগ্ম মহাসচিব মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী প্রমুখ।

তথ্যমন্ত্রীর শোকঃ-

আল্লামা ইদ্রিস রেজভীর ইন্তেকালে গভীর শোক সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ এমপি।

এক বিবৃতিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আল্লামা ইদ্রিস রেজভী দেশব্যাপী ইসলামের প্রচার প্রসার ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখেন, মহান আল্লাহর কাছে হুজুরের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

ইসলামী ফ্রন্টের শোকঃ-

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মান্নান ও মহাসচিব জননেতা এম এ মতিন।

শোকবার্তায় ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ বলেন- জনাব
ইদ্রিস রেজভী একজন সুন্নীয়তের অন্যতম অবিভাবক ও নিবেদিত প্রাণ ছিলেন। সাদা- মাঠা এ মানুষটি আজীবন সুন্নীয়তের সংগ্রামে- আন্দোলনের সম্মুখ সারীর নেতা ছিলেন তিনি।

এমপির শোকঃ-

চট্রগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বোয়ালখালীর সন্তান জননেতা মোসলেম উদ্দীন আহমদ এমপি হুজুরের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগড়া আসনের সংসদ সদস্য প্রফেসার ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী আল্লামা মুফতি ইদ্রিস রেজভী হুজুরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

কেন্দ্রীয় ছাত্রসেনার শোকঃ-

হুজুরের ইন্তেকালে শোক প্রকাশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মারুফ রেজা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুদ্দীন।

বোয়ালখালী ফ্রন্ট, যুবসেনার শোকঃ-

ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সভাপতি স.ম এনামুল হক, সাধারণ সম্পাদক আখতার হোসেন তালুকদার পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু নাছের জিলানী

যুবসেনা বোয়ালখালী উপজেলার সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক এম.এ মোমেন হুজুরের ইন্তেকালে শোক ও সমবেদনা জানান।

দক্ষিণ জেলা ছাত্রসেনার শোকঃ-

হুজুরের মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ নূরের রহমান রণি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রিদওয়ান সাজ্জাদ। এবং নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বোয়ালখালী ছাত্রসেনার শোকঃ-

আল্লামা মুফতি ইদ্রিস রেজভী হুজুরের মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার সভাপতি ইশতিয়াক উদ্দীন সিকদার ও মোহাম্মদ আরিফুল ইসলাম ইমন।

নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এবং আরো শোক প্রকাশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী পৌরসভার সভাপতি ছাত্রনেতা রাশেদুল আলম ইফতি ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।

এছাড়া শোক প্রকাশ করেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন, ছাত্রসেনা উত্তর জেলা, ছাত্রসেনা মহানগন উত্তর, ছাত্রসেনা মহানগর দক্ষিণ, চরণদ্বীপ ইউনিয়ন ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, পোপাদিয়া ইউনিয়ন ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা সহ আরো অনেকে।

Related Articles

Back to top button