আল্লামা সাবির শাহ’র সভাপতিত্বে আনজুমান ট্রাস্টের সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক

গতকাল বুধবার সকালে চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসাস্থ আনজুমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় উপমহাদেশের ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সাধারণ সভা।

এতে সভাপতিত্ব করেন আওলাদে রাসুল (দ.) আল্লামা পীর সৈয়দ সাবির শাহ (হাফি.)।

উক্ত সভায় আনজুমান ট্রাস্টের অধীনে দ্বীন, মিল্লাত ও মাজহাব এবং শরীয়ত তরিকতের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার কাজে খেদমত করার জন্য হুজুর কেবলা পীরে বাঙ্গাল আনজুমানের বিভিন্ন পদে কতেক সম্মানিত ব্যক্তিত্বকে মনোনীত করেন এবং নিয়োগ প্রদান করেন।

যাদের নিয়োগ করা হয় যথাক্রমে সহ-সভাপতি হিসেবে ফিনলে গ্রুপের এম.ডি আলহাজ্ব এ. কিউ. আই. চৌধুরী কামরুল, পি. এইচ. পি. গ্রুপের পরিচালক আলহাজ্ব আমির হোসেন সোহেল, ফাইন্যান্স সেক্রেটারী হিসেবে দায়িত্ব পান আলহাজ্ব এনামুল হক বাচ্চু এবং সাংগঠনিক সচিব আলহাজ্ব মাহবুব আলম, সদস্য হিসেবে আলহাজ্ব আশফাক আহমেদ, আলহাজ্ব আশেকে রাসুল বাবু, আলহাজ্ব মোহাম্মদ হোসেন খোকন।

উল্লেখ্য, এই ট্রাস্টের অধীনে পরিচালিত হয় এশিয়ার বিখ্যাত সুন্নি মাদরাসা জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাসহ প্রায় দুই শত মাদ্রাসা।

Related Articles

Back to top button
close