চট্টগ্রাম

আল্লামা সিরিকোটি(রহ.)’র ১০৮ বছরের ইহজীবনের সবটুকুই উৎসর্গ শরিয়ত-ত্বরিকতের খেদমতে

৬৩ তম সালানা ওরসে বক্তারা

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্‌রাসার প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক সাধক, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটির (রহ.) ৬৩ তম সালানা ওরস আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে গতকাল ষোলশহরস্থ জামেয়া সংলগ্ন জুলুস ময়দানে অনুষ্ঠিত হয়।

সালানা ওরসে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দ.), পবিত্র গেয়ারবী শরীফ, আলোচনা সভা।

জামেয়া ময়দানে হাজারো মানুষের ঢল

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, শাহানশাহ্‌ সিরিকোট আল্লামা হাফেজ সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটি পেশোয়ারী (রহ.) এমন এক বাতিঘর ছিলেন, যার রশ্মিতে আলোকিত হয়েছে সুদূর আফ্রিকা, বার্মা, বাংলা, পাক-ভারতসহ এশিয়ার বিশাল এক ভূখন্ড। তিনি ছিলেন বংশ পরম্পরায় ইমাম হোসাইন (রা.)’র ৩৬ তম অধঃস্তন পুরুষ। ইসলামের জন্য নিবেদিত বীর পূর্বপুরুষদের ত্যাগের ঐতিহ্য বজায় রেখে তাঁর দীর্ঘ ১০৮ বছরের ইহজীবনের সবটুকুই উৎসর্গ করেছিলেন শরিয়ত-ত্বরিকতের বেমেসাল খেদমতে। তাঁর প্রতিষ্ঠিত আন্‌জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এদেশের সুন্নিদের আশা-ভরসার জায়গা হিসেবে দেখা হয়। তিনি ইসলামের সমুজ্জ্বল বাতিঘর।

আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, হাফেজ, ক্বারী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (রহ.)-এর বলিষ্ঠ পৃষ্ঠপোষকতায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার খ্যাতি ও সুনাম বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে বিস্তার লাভ করেছে। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। মাহফিলে বক্তারা সাম্প্রতিক এক টেলিভিশন বিতর্কে মহানবী (সাঃ)-কে কটূক্তি করায় বিজেপির ২ নেতার কঠোর শাস্তি দাবি জানান। এতে বক্তা ছিলেন-জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্‌রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, অধ্যক্ষ (ভারপ্রাপ্র) আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, অধ্যক্ষ আল্লামা আবদুল আলীম রেজভী, ড. মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ লিয়াকত আলী, আল্লামা হাফেয মুহাম্মদ সোলাইমান আনসারী, আল্লামা হাফেয মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ইসমাইল নোমানী প্রমুখ। এতে সালাত ও সালাম পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আযহারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামেয়ার আরবী প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান। পরিশেষে জামেয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া ও আখিরী মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি