আহলে সুন্নাতের মহাসমাবেশ সফলকল্পে চট্টগ্রাম দাওয়াত উপ-কমিটির সভা সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি, আদনান তাহসিন

দেশের সুফিবাদী শান্তিপ্রিয় জনতার প্রধান সংগঠন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকাশক্তি, নারী-শিশু নির্যাতনবিরোধী জনমত তৈরি, এবং সুফিবাদী শান্তিপ্রিয় জনতার অধিকাত আদায়ের লক্ষ্যে ঘোষিত আগামী ১০ এপ্রিল সুন্নি মহাসমাবেশ সফলকল্পে মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আওতাধীন চট্টগ্রাম মহানগর দাওয়াত উপ-কমিটির মতবিনিময় সভা আজ ৯ মার্চ’২১ ইংরেজি, মোমিন রোডস্থ আহলে সুন্নাতের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আল্লামা হারুনুর রশীদ আশরাফির সভাপতিত্বে ও মাওলানা আব্দুন নবী আলকাদেরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজভী, অধ্যক্ষ নুরুল ইসলাম জেহাদী, যুবনেতা মুহাম্মদ জামাল উদ্দীন, যুবনেতা হাবিবুল মোস্তফা সিদ্দিকী, আদনান তাহসিন আলমদার, আ. ল. ম. হুমাইর কায়সান সহ প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ এসময় দেশবাসীকে ১০ এপ্রিল সুন্নি মহাসমাবেশ সফলকল্পে সার্বিক প্রস্তুতি গ্রহণ করে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়ার আহবান জানান।