আহলে সুন্নাতের মহাসমাবেশ সফলকল্পে চট্টগ্রাম প্রচার উপ-কমিটির সভা সম্পন্ন

জহির উদ্দিন, বন্দর

আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের ব্যবস্হাপনায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকাশক্তি, নারী-শিশু নির্যাতনবিরোধী জনমত তৈরি, এবং সুফিবাদী শান্তিপ্রিয় জনতার অধিকার আদায়ের লক্ষ্যে আগামী ১০ এপ্রিল সুন্নি মহাসমাবেশ সফলকল্পে মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আওতাধীন প্রচার উপ-কমিটির প্রস্তুতিমূলক সভা আজ ১৭মার্চ’২১ ইংরেজি (বুধবার) মোমিন রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রচার উপকমিটির প্রধান মাওলানা রেজাউল করিম তালুকদার এর সভাপতিত্বে ও কাজী মুহাম্মদ আরাফাত এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মাষ্টার মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ আলী হোসেন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মাওলানা এনাম রেজা, মুহাম্মদ আবুল হাশেম, আলাউদ্দীন খান, আবুল হাসান, আযহারুল ইসলাম, নুরুল আজিম প্রমুখ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ এসময় দেশবাসীকে ১০ এপ্রিল সুন্নি মহাসমাবেশ এর প্রচারণায় সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করে মহাসমাবেশ সফলকল্পে ও নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

Related Articles

Back to top button
close