আহলে সুন্নাত কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ সভা সম্পন্ন
মাহমুদুর রহমান, নিজস্ব প্রতিনিধি

আগামী ১০ এপ্রিল’২১ইং আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর উদ্যেগে চট্টগ্রাম বিভাগী সুন্নি মহাসমাবেশ সফল করার লক্ষ্যে নগরীর আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত এসভিপি আলহাজ্ব মুহাম্মদ মুহসিন সাহেব সাথে সৌজন্য সাক্ষাতে পরামর্শ সভা করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় নেতারা।
এসময় উপস্থিত ছিল আহলে সুন্নাত ওয়াল জমা’আত স্ট্যান্ডিং কমিটির সদস্য আল্লামাএম.এ.মতিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম.এ.মান্নান, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফি, আল্লামা সৈয়দ মছিহুদৌল্লাহ সহ আরো অসংখ্য ওলামায়ে কেরাম।
এই সময় আঞ্জুমানের এসভিপি জনাব মহসিন সাহেব ১০ এপ্রিল বিভাগীয় সুন্নি মহাসমাবেশ সফল করার জন্য গাউসিয়া কমিটিকে নির্দেশমূলক অনুমতি প্রদান করেন।