ইউসুফ এন্ড ব্রাদার্স এর নলেজ শেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি হোটেল সেন্টমার্টিনে হিকভিশন নলেজ শেয়ার ও পার্টনার মিট প্রোগ্রাম মোঃ ইরফানুল হক রাকিবের কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে আরম্ভ হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইও মোঃ ইমরান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং সায়মা প্রপাটিজ লিঃ এর সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল আজিজ।

আরও উপস্থিত ছিলেন রিয়াজউদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাকারিয়া সাহেব এবং রিয়াজউদ্দিন বাজারের প্রবীণ ব্যবসায়ী ইউসুফ এন্ড ব্রার্দাসের স্বত্বাধিকারী জনাব ইউসুফ সাহেব।

উক্ত প্রোগ্রামে সিসিটিভি এবং সার্ভেলেন্স ব্রান্ড হিকভিশন এর নলেজ শেয়ার পরিচালনা করেন হিকভিশন রিজোনাল সেলস্ ম্যানেজার মোঃ আরিফুর রহমান এবং ট্রেনিং সেশন পরিচালনা করেন টেকনিক্যাল হেড ইঞ্জিনিয়ার ইসতিয়াক আহমেদ।

চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে সিসিটিভি ব্রান্ড হিকভিশনের ডিলাররা উপস্থিত ছিলেন। সিকিউরিটি এবং সার্ভেলেন্স বিষয়ে ট্রেনিং সেশন শেষে সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হয়।

Related Articles

Back to top button
close