ইসলামের পুনঃজাগরণে ইমাম আহমদ রেযার (র.) ভূমিকা অবিস্মরণীয় – আ’লা হযরত কনফারেন্সে বক্তাগণ
প্রেস বিজ্ঞপ্তি

বিশ্বব্যাপী ইসলামী আদর্শ ও শিক্ষার প্রচার প্রসারে উপমহাদেশের যে কয়েকজন অসাধারণ প্রতিভাধর মনীষী বহুমুখী অবদান রেখেছেন, যাদের সৃজনশীল কর্ম তৎপরতায় ইসলামের আলােক রশ্মি বিশ্বের বুকে আজো ভাস্বর তাদের মধ্যে আলা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী (র.) অন্যতম।
আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভীর (র) ওফাত বার্ষিকী উপলক্ষে গতকাল (২৯শে সেপ্টেম্বর) বুধবার বিকেলে নগরীর বহদ্দারহাটস্থ আর বি কনভেনশন হলে আলা হজরত ফাউন্ডেশন বাংলাদেশ আয়ােজিত কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলা হজরত গবেষক, আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান।
উদ্বোধক ছিলেন আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী।
এতে বিশেষ অতিথি ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি আনােয়ার হােসেন ও প্রফেসর ড. নু ক ম আকবর হােসেন। আলা হজরত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু নাছের তৈয়ব আলী ও যুগ্ম সূম্পাদক এরশাদ খতিবীর সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে বক্তব্য রাখেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অসিয়র রহমান আল কাদেরী, শায়খুল হাদিস আল্লামা হাফেজ সােলায়মান আনসারী, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জমান আল কাদেরী, উপাধ্যক্ষ আল্লামা ড. লিয়াকত আলী, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মােহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি আনােয়ারুল হক প্রমুখ।
অনুষ্ঠানে করোনাকালীন মানবিক কাজে নিয়োজিত গাউসিয়া কমিটি বাংলাদেশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।