রামুতে ফাতেহা-ই ইয়াজদাহম পালিত

আব্দুল্লাহ, কক্সবাজার

রামু উপজেলাধীন রাজারকুল ইউনিয়নের স্বনামধন্য দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান ঘোনারপাড়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মডেল হিফজখানা ও রায়হানিয়া এতিমখানার অডিটোরিয়ামে আজ বুধবার সকাল ১০ টায় সময় বড়পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, পীরে লা-ছানী,পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি’র পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহুম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট খাজা মোহাম্মদ বাকিবিল্লাহ। তিনি বলেন- প্রিয় রাসূল (দ.)’র মাধ্যমে নবুয়্যতের ধারার পরিসমাপ্তি ঘটে। পরে মানুষকে তৌহিদের দিকে আহ্বানের জন্য নবীজির উত্তরসূরি হিসেবে বেলায়তের অধিকারী ব্যক্তিত্বরা এ মহান দায়িত্ব পালন করছেন। যুগে যুগে নবীর নূরের মাধ্যমে ক্বলবকে আলোকিত করে নফ্স দমনের শিক্ষা দিতে এ মনীষীরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

তিনি আরও বলেন, মৌখিক জ্ঞানের পাশাপাশি ক্বলবের জ্ঞানের মাধ্যমে সত্যিকার অর্থে আলোকিত মানুষ তৈরিতে যুগান্তকারী মনীষীদের মধ্যে মাহবুবে ছোবহানি কুতুবে রাব্বানি হযরত গাউছুল আজম আবদুল কাদের জিলানী (রা.)-র নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ। তিনি দ্বীনকে নতুনভাবে পুনরুজ্জীবিত করে ‘মুহিউদ্দিন’ উপাধিতে ভূষিত হয়েছেন।

এতে আরো বক্তব্য রাখেন- শিক্ষক মাওলানা আব্দুল মালেক, হাফেজ আব্দুল গফুর জিহাদী, মাওলানা হারুনুর রশিদ, মাস্টার তৈয়বুল ইসলাম, মাস্টার একেরাম মিয়া ও হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মোঃ হারুনুর রশিদ। গাউছে পাকের শানে নাত পরিবেশন করেন মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা। পরিশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতে বিশ্ববাসীর জন্য দোয়া কামনা করে তবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Back to top button
close