করােনাকালে গাউসিয়া কমিটি মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে -রাউজানে আল্লামা সাবির শাহ

নিজস্ব প্রতিবেদক, রাউজান

রাউজানের নােয়াজিশপুর তৈয়যবীয়া তাহেরীয়া মিনা আকবর হেফজ ও এতিমখানা সংলগ্ন মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ও হাফেজদের দস্তারবন্দি অনুষ্ঠান গতকাল সােমবার অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (হাফি.)। তিনি বলেন, যারা আল্লাহকে স্মরণ করেন আল্লাহ তাদের স্মরণ করে থাকেন। মহান আল্লাহর আনুগত্য তখনই অর্জিত হবে, যখন কেউ রাসুলে পাক (দ.)’র আনুগত্য করবে। মানুষের কল্যাণও ইবাদতের অংশ। করােনাকালে গাউসিয়া কমিটি বাংলাদেশের মানবিক সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি ভক্ত ও মুরিদদের উদ্দেশ্যে বলেন, মানুষকে কল্যাণের পথে আহ্বান জানাতে হবে। এজন্য দাওয়াতে খায়র কর্মসূচি পালন করার আহ্বান জানান তিনি।

নােয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরােয়ার্দী সিকদারের সভাপতিত্বে ও মাওলানা ইয়াছিন হায়দরী ও সাধারণ সম্পাদক হাফেজ ফরিদুল আলমের পরিচালনায় মাহফিলে বক্তব্য দেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আনােয়ার হােসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ, যুগ্ম মহাসচিব অ্যাডভােকেট মােসাহেব উদ্দিন বখতিয়ার, মুহাম্মদ কামরুদ্দিন সবুর, ইউএই সিনিয়র সহ সভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক জানে আলম, জমির হােসেন মাস্টার, অ্যাডভােকেট জাহাঙ্গীর, আলম চৌধুরী, মাওলানা আবদুল খালেক, আহসান হাবিব চৌধুরী হাসান, অধ্যাপক গিয়াস উদ্দিন, মাওলানা আবদুল্লাহ, সাবের আহমেদ, মনির উদ্দিন সােহেল, এরশাদ খতিবী, মাওলানা ইলিয়াস নুরি, এস এম আসাদ উল্লাহ, মাওলানা ইয়াসিন হােসাইন হায়দরী, মাওলানা এম এ মতিন, নােয়াজিশপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মােসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভােকেট সায়েমুল, নােয়াজিশপুর ইউনিয়ন গাউসিয়া সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

Related Articles

Back to top button
close