কড়লডেঙ্গায় খাজা গরীবে নেওয়াজ ও শেরে বাংলা (রহ.) এর ওরশ শরিফ সম্পন্ন
মুহাম্মদ মাহেনূর, বোয়ালখালী প্রতিনিধি
আঞ্জুমানে আশেকানে খাজা গরীবে নেওয়াজ আজমেরী (রাদ্বি:) এর ব্যবস্থাপনায় ৯ম তম খলিফাতুর রাসুল (দ:) হযরত সৈয়্যদুনা আবু বকর সিদ্দিক (রাদ্বি:) ও খাজা গরীবে নেওয়াজের হযরত মঈনুদ্দিন চিশতী (রহ:) এবং ইমামে আহলে সুন্নত,সৈয়দ আজিজুল হক শেরে বাংলা (রহ:) এর পবিত্র ওরশ শরিফ উপলক্ষে আজিমুশশান মিরাজুন্নবি (দ:) মাহফিল অনুষ্টিত হয়।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুফতি আব্দুর রহিম আল-কাদেরী,প্রধান বক্তা ছিলেন দোহাজারী ছাগাচর মুছাবিয়া নছিমিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ফেরদৌস আলম কাদেরী,বিশেষ বক্তা ছিলেন মাওলানা আব্দুল জব্বার কাদেরী,মাওলানা আব্দুন নবি কাদেরী,মাওলানা মহি উদ্দিন কাদেরী,মাওলানা মাহমুদুল হক নিজামী,মাওলানা ইসমাঈল কাদেরী ,মাওলানা জসিম উদ্দিন কাদেরী,মাওলানা মাহেনুর আলম আজাদী,মাওলানা এনাম রেজা নুরীসহ প্রমুখ।
মাহফিলের সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম রহিমী আল-কাদেরী।