গাউছিয়া কমিটি ২নং জালালাবাদ ওয়ার্ডের প্রাথমিক চক্ষু চিকিৎসা প্রদান সম্পন্ন

ইয়াছিন সাকিব, বায়েজিদ থানা

গাউছিয়া কমিটি বাংলাদেশ ২নং জালালাবাদ ওয়ার্ডের ব্যবস্থাপনায় ও ন্যাশনাল চক্ষু হাসাপাতালের পরিচালনায় ছানি পড়া ও নেত্রনালী বন্ধ রোগী বাছাইকরন ও প্রাথমিক চক্ষু চিকিৎসা প্রদান করা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে প্রায় ১৫০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বায়েজিদ মানবিক টিমের সার্বিক সহযোগিতায় ২নং জালালাবাদ ওয়ার্ড গাউছিয়া কমিটির সভাপতি এনামুল হক সওদাগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বায়েজিদ থানা শাখা ও গাউসিয়া কমিটি বায়েজিদ থানার সভাপতি আব্দুল হামিদ সর্দার, গাউছিয়া কমিটি বাংলাদেশ বায়েজিদ থানার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবীবুর রহমান সর্দার,আলহাজ্ব শহীদউল্লাহ সাধারণ সম্পাদক ২নং জালালাবাদ, যুগ্ম সম্পাদক ইরশাদুল আলম হীরা,সাদ্দাম হোসেন ও ৩নং ওয়ার্ডের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, গাউছিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকে দ্বীন,মাযহাবের পাশাপাশি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।বিশেষ করে করোনাকালীন সময়ে মুসলিম, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষকে দাফন, সৎকার,ফ্রী অক্সিজেন সেবা,ফ্রী আ্যম্বুলেন্স সেবাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে।

Related Articles

Back to top button
close