গাউসিয়া কমিটির সেবায় ধর্মের বিভেদ ছিল না -নবীন বরণে ভিসি ড. শিরীণ আখতার
চবি প্রতিবেদক

গাউসিয়া কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও নবীন বরণ বুধবার (৯ মার্চ) সকালে চবির সেন্ট্রাল লাইব্রেরীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
উপাচার্য ড. শিরীণ আখতার করোনাকালীন সময়ে গাউসিয়া কমিটির সেবার কথা উল্লেখ করে বলেন, আমরা গাউসিয়া কমিটির কাছে কৃতজ্ঞ। তারা করোনাকালীন সময়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বাদ বিচার না করে যেভাবে কাফন দাফন ও সৎকার করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। গাউসিয়া কমিটি আগামীতেও তাদের মানবিক কাজ চালিয়ে যাবেন বলে উপাচার্য আশা ব্যক্ত করেন। এবং কোমলমতি ছাত্র-ছাত্রীদের কাছে সুফিবাদের চর্চাকে ছড়িয়ে দিতে অনুরোধ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গাউসিয়া কমিটি শাখার সভাপতি শাহরিয়ার সাকিবের সভাপতিত্বে এবং নোমান বিন হাসান রেজা ও আদনান তাহসিন আলমদার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের যুগ্মসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ার। প্রধান বক্তার বক্তব্যে তিনি করোনাকালীন সময়ে গাউসিয়া কমিটির কার্যাবলির তথ্য উপাত্ত বিস্তারিতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া, সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ, সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া, চবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর সাইফুদ্দিন খালেদ চৌধুরী, ফ্যাইনেন্স বিভাগের সহযোগী অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।