গাউসিয়া কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার অনুষদসমূহের কাউন্সিল সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি

গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আওতাভুক্ত অনুষদ সমূহের প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ২০ মার্চ রোজ শনিবার চট্টগ্রাম নগরীর আলমগীর খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়।
সমাজ বিজ্ঞান অনুষদের সদ্য বিদায়ী সভাপতি মীর মুহাম্মদ কামরুজ্জামান জিয়াদের সভাপতিত্বে এবং সমাজ বিজ্ঞান অনুষদের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আদনান তাহসিন আলমদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি গাউসিয়া কমিটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহেদুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি মুহাম্মদ হাসান, প্রধান বক্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের।
পরিশেষে চবির কলা ও মানববিদ্যা, সমাজ বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং অনুষদ সমূহের নব কমিটির প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয়।