গাউসিয়া কমিটি কদলপুর ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিল’২১ সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি, মুহাম্মদ কায়েছ উদ্দীন

গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল গতকাল ১৬ মার্চ (মঙ্গলবার) বিকাল ৩টায় কদলপুর খানেকা-এ-কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়।
এতে প্রথম অধিবেশন এ সভাপতিত্ব করেন ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা খোরশেদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা (উত্তর) গাউসিয়া কমিটির সহ সভাপতি মুহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হোসেন হায়দরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন জামাল, অর্থ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদপক আ,স ম রফিকুল ইসলাম, মোহাম্মদ ছৈয়্যদ মিয়া, আরো বক্তব্য রাখেন মাওলানা জালালউদ্দীন আলকাদেরী, মোহাম্মদ আব্দুস সবুর,মাওলানা এমরান হোসাইন মাসুম প্রমুখ।
উপজেলা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক কে.এম ওমর ফারুক নির্বাচন কমিশনার হিসেবে নতুন কমিটি ঘোষনা করেন, অধ্যক্ষ ইলিয়াস নূরীকে সভাপতি, কাজী খোরশেদুল আলমকে সাধারণ সম্পাদক, রবিউল হোসাইন সুমনকে সাংগঠনিক সম্পাদক,কাজী আবুল হাসান হারকানী ও মাওলানা হামিদুল ইসলাম কে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।