গাউসিয়া কমিটি বাংলাদেশ পেল সম্মুখযোদ্ধা সম্মাননা-২০২০

নিজস্ব ডেস্ক

আজ উদ্দ্যোক্তা চট্টগ্রামের আয়োজনে কোভিট-১৯ সম্মুখযোদ্ধা সম্মাননা-২০২০ অনুষ্ঠানে করোনাকালীন অবদানের জন্য অরাজনৈতিক আধ্যাত্মিক দ্বীনি সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশকে সম্মুখযোদ্ধা সম্মাননা-২০২০ প্রদান করা হয়েছে।

সম্মুখযোদ্ধা সম্মাননা
এতে উদ্যোক্তা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা এডমিন সোনিয়া আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। 

বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোশাররফ হোসেন এম পি’র নিকট হতে সম্মাননা গ্রহণ করছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার ও কেন্দ্রীয় ফ্রি চিকিৎসা ক্যাম্পের প্রধান সমন্বয়ক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

এছাড়াও বন্দরনগরী চট্টগ্রামের গাউসিয়া কমিটি বাংলাদেশসহ ২০ জন সম্মুখ সারির করোনা যোদ্ধাকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে উদ্যোক্তা চট্টগ্রাম।

উক্ত অনুষ্ঠানে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button
close