আলমগীর খানকায় মাসিক গিয়ারভী শরীফ ও মহামারি থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া সম্পন্ন

তাহের হোসাইন, পাঁচলাইশ

আজ ২৫ মার্চ (বৃহস্পতিবার) প্রতি আরবি মাসের (১১ তারিখ) ধারাবাহিকতায় চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়াতে পবিত্র শাবান মাসের খতমে গিয়ারভী শরীফ অনুষ্ঠিত হয়েছে।

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টে’র ব্যবস্থাপনায় প্রতিমাসে মহিলাদের জন্য পর্দাসহকারে আলাদা ব্যবস্থাপনায় বড় আকারের আয়োজন হলেও এবারে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সীমিত আকারে শুধুমাত্র পুরুষ মুসল্লীদের উপস্থিতিতে পবিত্র এই মহতী অনুষ্ঠান সম্পন্ন হয়। ইতি পূর্বে বিজ্ঞপ্তিতে মহিলাদের উপস্থিত নিষেধ ও আগত মুসল্লীদের মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে আসার অনুরোধ করেন আনজুমান ট্রাস্ট।

উক্ত অনুষ্ঠানে জামেয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মাদ অছিয়র রহমান আল কাদেরী মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে করোনা মহামারি থেকে আরোগ্য কামনা করে দেশ-জাতি ও সমগ্র নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।

Related Articles

Back to top button
close