চট্টগ্রাম জামেয়া আহমদিয়া মাদ্রাসায় বঙ্গবন্ধু’র ৪৬তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালিত
পাঁচলাইশ প্রতিনিধি

বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আজ (১৫ আগস্ট) রবিবার সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অধ্যক্ষ আল্লামা মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমানের এর সভাপতিত্বে জামেয়া শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার ইংরেজি প্রভাষক জনাব মুহাম্মদ মাহবুবুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আযহারী, আরবি প্রভাষক মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী, প্রভাষক মাওলানা মুহাম্মদ; সাইফুদ্দিন খালেদ আল আযহারী, মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মঞ্জুর রশীদ চৌধুরী।
অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকমন্ডলীগণ বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে অনুকরণীয় ও শিক্ষনীয় বিষয় হচ্ছে তিনি ছিলেন নিখাদ দেশপ্রেমিক ও সম্মোহনি নেতৃত্বের অধিকারী অবিসংবাদিত নেতা। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক ও অভিন্ন বিষয়। তাঁর জন্ম হয়েছিল বিধায় আজকের স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন-বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমানের অবদান চির স্মরণীয়। তিনি একজন মুসলমান হিসাবে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠা করে ইসলাম ধর্মের জন্য বিরাট অবদান রেখেছেন। জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে তিনি আরো বলেন, কোন ধর্মেই এভাবে মানব হত্যার অনুমোদন নেই। তিনি ১৫ আগস্টে বঙ্গন্ধুসহ অন্যান্য শাহাদাত বরণকারীদের রূহের মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষমন্ডলী, উচ্চতর শ্রেণির শিক্ষার্থী ও মাদরাসার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ, মিলাদ, কিয়াম, ছালাত-সালাম পাঠান্তে আখেরী মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রাপ্ত বিজয়ীরা হল ০১. রচনা: (ক গ্রুপে) সৈয়দ মুহাম্মদ মুনতাকিম হাসান, মুহাম্মদ রবিউল হাসান, মুহাম্মদ রায়হান রচনা (খ গ্রপে)- মুহাম্মদ ইমাদ উদ্দিন, মুহাম্মদ আল আমিন, মঈন মুহাম্মদ ওসমান রচনা (গ গ্রুপে) মুহাম্মদ মাছুম বিল্লাহ, ০২. চিত্রাঙ্কন: (ক-গ্রুপে) সৈয়দ মুহাম্মদ মুনতাকিম হাসান, মুহাম্মদ জুবায়েদ হাসান, মুহাম্মদ ওয়াসিক বিন হোসাইন, ০৩. কবিতা আবৃতি: (খ-গ্রুপ) মুহাম্মদ আল আমিন, (গ- গ্রুপে) ফয়সাল মুহাম্মদ ফাহিম। ০৪. হামদ-না‘ত: (ক-গ্রুপে) আবু হুরায়রা হামীম, আবদুর রহমান, মুহাম্মদ জুবাইদ হাসান, (খ-গ্রুপে) মুহাম্মদ জিয়াউল্লাহ রিফায়ী, সৈয়্যদ মুহাম্মদ খলিলুর রহমান, মুহাম্মদ সাইফুল ইসলাম, (গ-গ্রুপে) মাসুম মুহাম্মদ ইমরান, মুহাম্মদ নেওয়াজ শরীফ, মুহাম্মদ ওসমান গণি।