চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া ও আনজুমান রিসার্চ সেন্টার পরিদর্শনে আল্লামা সৈয়দ সাবির শাহ

নিজস্ব প্রতিবেদক

গত ৩১ অক্টোবর (রবিবার) আউলাদে রাসুল, আলম বরদারে আহলে সুন্নাত, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ্ব পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মু.জি.আ.) এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানের উপস্থিতিতে এক আলোচনা সভা অধ্যক্ষ অফিসে অনুষ্ঠিত হয়।

সভায় শুরুতে অতিথি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার গবর্ণিং বডির সম্মানিত সভাপতি আলহাজ্ব প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম ও অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী।

এতে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মাননীয় সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন সাকের, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর আলহাজ্ব কাজী মোহাম্মদ শামসুর রহমান ও জি.বি’র সদস্য আলহাজ্ব মুহাম্মদ হাসানুর রসিদ, জামেয়ার উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, শায়খুল হাদিস আল্লামা হাফেয মোহাম্মদ সোলাইমান আনসারী, মুফতি আল্লামা কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস মাওলানা হাফেয মুহাম্মদ আশারফুজামান আলক্বাদেরী, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আযহারী, আরবি প্রভাষক মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরন্নবী, মীর মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা মুহাম্মদ আনিসুজ্জমান, মাওলানা এ এ এম জুবাইর রেজভী প্রমুখ।

আলোচনা শেষে হুজুর ক্বিবলা জামেয়া পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন এবং জামেয়ার লেখাপড়ায় আরো উত্তোরোত্তর সমৃদ্ধির উপস্থিত সকলকে জরুরী নসিহত ও উপদেশ প্রদান করে আনজুমান ট্রাস্ট চট্টগ্রাম, গাউসিয়া কমিটি বাংলাদেশ, মাদরাসার সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করেন।

আনজুমান রিসার্চ সেন্টার পরিদর্শনে আল্লামা সৈয়দ সাবির শাহ

 

গতকাল রবিবার বাদে মাগরিব আনজুমান রিসার্চ সেন্টার পরিদর্শন করেন হুযূর কিবলা পীর-ই বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ মুদ্দাযিল্লুহুল আলী।

হুযূর কিবলা আনজুমান রিসার্চ সেন্টার, গবেষণা, প্রকাশনা ও দাওয়াতে খায়র সম্পর্কে গুরুত্বপূর্ণ ইরশাদাত ও বরকতপূর্ণ দো’আসহ সকলকে ফয়য (কল্যাণধারা)’র মাধ্যমে প্রাচুর্যময় করেন।

এতে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Back to top button
close