চন্দনাইশে মেয়র প্রার্থী ফারুক বাহাদুরের বাড়িতে জয় বাংলা স্লোগানে হামলা, আহত ৬

আজ ১২ ফ্রেবুয়ারী চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব ফারুক বাহাদুর এর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্ততারা। মাগরিবের নামাজরত অবস্থায় জয় বাংলা স্লোগান দিয়ে ইট, পাটকেল ছুড়ে মারে ফারুক বাহাদুরের বাড়ি লক্ষ করে।

জানা যায় আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে চন্দনাইশ পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে ব্যাপক প্রচারনায় জমে উঠেছে দিনব্যাপী। প্রচারনার শেষে সবাই যখন মাগরিবে নামাজরত অবস্হায় তখন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নৌকার শ্লোগান দিয়ে কিছু দূর্বৃত্তরা মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুরের বাড়িতে হামলা চালায়।

এতে ফারুক বাহাদুরের মা ফাতেমা বেগম(৬৫), স্ত্রী রহিমুন্নেছা সাবেরা, বড়বোন জান্নাতুল ফেরদৌস, ছোটবোন লাকি, জহুর ও বাবলু আহত হয়

মেয়রপ্রার্থী ফারুক বাহাদুর সেনানী নিউজকে বলেন, আমাকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর থেকেই মোবাইলে নানার ধরণের আমাকে এবং আমার কর্মীদের হুমকি-ধুমকি দিয়ে আসছিল। আজ যখন আমারা প্রচারনা শেষে করে বাড়িতে এসে সবাই যখন মাগরিবের নামাজরত ছিল। সে সময়ে শতাধিক ছেলে আমার বাড়ির সামনে এসে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ইট, পাটকেল নিক্ষেপ করে। এতে আমার মা, স্ত্রী, বোনসহ মোট ৬ জন গুরুতর আহত হয়।

Related Articles

Back to top button
close