চন্দনাইশে শহীদ ফারুকী (রহ.)’র হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসেডিয়াম সদস্য ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.)’র ৮ম শাহাদাত দিবসে হত্যাকারীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে গতকাল (২৬শে আগস্ট) চন্দনাইশ কলেজ গেইট চত্বরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা বৃহত্তর চন্দনাইশ উপজেলার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভার সভাপতি জননেতা অধ্যক্ষ আল্লামা আমিনুর রহমান’র সভাপতিত্বে ও ছাত্রসেনা চন্দনাইশ উপজেলার সভাপতি ছাত্রনেতা এইচ এম সেকান্দর ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নূরের রহমান রণি বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র সাবেক প্রেসিডিয়াম সদস্য‚আহলে সুন্নাহ ওয়াল জামা’আতের উজ্জ্বল নক্ষত্র‚ চ্যানেল আইসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনের ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপক ও সুপ্রিম কোর্ট মসজিদের খতিব‚ শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.) কে পরিকল্পিত ভাবে ২০১৪ সালের ২৭শে আগস্ট রাতে রাজধানীর বাস ভবনে এশার নামাজের পর গলা কেটে শহীদ করে তথাকথিত ইসলামের লেবাসধারী জামাআতে ইসলামের সন্ত্রাসীরা। আজ দীর্ঘ আট বছর কেটেগেলে-ও হত্যাকারীদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও এখনো সেই আলেম নামধারী সন্ত্রাসীরা বিচারবহির্ভূত। দেশে বিচারবিভাগ স্বাধীন ও নিরপেক্ষ হলে ফারুকীর হত্যাকারী জঙ্গীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না। ফারুকীর হত্যাকারী জঙ্গীরা চলাফেরা করলে দেশে জঙ্গী প্রজনন অবাধভাবে বৃদ্ধি পাবে যা দেশকে অরাজকতা ও সহিংসতার দিকে ঠেলে দিবে। তাঁর এই শাহদাতের মাসে আবারো তাঁর হত্যাকারীদের ফাঁসির দাবী জানাচ্ছি ।

আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভার সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ মাজহার হেলাল, যুবসেনা চন্দনাইশ পৌরসভার সহ-সভাপতি যুবনেতা মাওলানা আবু ইউসুফ নূর কাদরী, যুবনেতা মাওলানা আব্দুল কাদের, যুবনেতা আব্দুল মুবিন, ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আরমান হোসাইন, গাছবাড়িয়া সরকারি কলেজ এর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আরাফাত হোসাইন, জোয়ারা ইসলামীয়া ফাযিল মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু বক্কর সিদ্দিকী প্রমুখ। মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল চন্দনাইশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে মোনাজাত এর মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

Related Articles

Back to top button
close