চবিতে আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত বিজ্ঞান অনুষদ মসজিদের শুভ উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি

পিএইচপি ফ্যামিলি ও সুফি মিজান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমানের আর্থিক ও কারিগরী সহায়তায় আধুনিক স্থাপত্য শৈলীতে চবি বিজ্ঞান অনুষদ মিজানুছ ছালাম জামে (পুনঃনির্মিত) মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান গতকাল (বৃহস্পতিবার) সকালে অনুষ্ঠিত হয়েছে।
মসজিদের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, পিএইচপি ফ্যামিলি ও সুফি মিজান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি জনাব মোঃ শহীদুল হক এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক জনাব মোহাম্মদ আলী হোসাইন, আহলে সুন্নাতের চেয়ারম্যান আল্লামা কাজী মুঈন উদ্দিন আশরাফী।
অনুষ্ঠানে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, পিএইচপি ফ্যামিলির সদস্যবৃন্দ এবং সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে চবি বিজ্ঞান অনুষদ সংলগ্ন আধুনিক স্থাপত্য শৈলীর সমাহারে যে দৃষ্টিনন্দন মসজিদ পুনঃ নির্মাণ করে দিয়েছে তারজন্য বিশিষ্ট দানবীর জনদরদী ও সমাজসেবক সুফি মিজানুর রহমানকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এ স্থাপত্য শৈলী বিশ্ববিদ্যালয়ের নান্দনিকতায় যুক্ত করেছে নতুন পালক। প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, দেশ-জাতি ও মানুষের জন্য কল্যাণকর কিছু করতে পারা অত্যন্ত আনন্দের ও গৌরবের। এ ধরণের জনহিতকর কাজের মধ্যে দিয়ে মহাপুরুষেরা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে স্থান করে নেন। মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানান।
মাননীয় উপাচার্য বলেন, আলহাজ্ব সুফি মিজানুর রহমানের এ মহানুভবতা সমাজের সকলের জন্য অনুকরনীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, উক্ত মসজিদ পরিচালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে পিএইচপি ফ্যামিলির একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উদ্বোধন শেষে দেশ-জাতির উন্নতি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।