চারদিন ধরে নিখোঁজ মাদ্রাসার ছাত্র

নিজস্ব প্রতিবেদক

গত ৩০ মে নিখোঁজ হয়েছে মোহাম্মদ সোহান (১১) নামে রাঙ্গুনিয়ার এক মাদ্রাসার ছাত্র।

চারদিন ধরে মোহাম্মদ সোহান নিখোঁজ হলেও বুধবার (২ জুন) পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ সোহান রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হিলাগাজী পাড়া এলাকার আলম শাহ’র শিশুপুত্র।
পিতা আলম শাহ বলেন, তার সন্তান রাউজানের বাগোয়ান ইউনিয়নের গশ্চি মোহাম্মদীয়া সুন্নীয়া মাদ্রাসা ও হেফজখানায় অধ্যয়নরত ছিলেন। ওই মাদ্রাসা থেকেই গত ৩০ মে সকাল ৯টা থেকে সে নিখোঁজ হয়েছিল। তাকে সম্ভাব্য অনেক জায়গায় খোঁজ চালিয়েও কোন সন্ধান পাওয়া যায়নি। এই ব্যাপারে ১ জুন রাঙ্গুনিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তিনি।
তার সন্ধান পেলে ০১৮২৪৪৫৪৭২৭ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানান তিনি।

Related Articles

Back to top button
close