ছাত্রসেনা আনোয়ারা কলেজ শাখার স্টুডেন্ট কনভেশন ও কাউন্সিল সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা

১৭ মার্চ (বুধবার) সকালে কলেজ সম্মুখস্থ হাঁড়িয়ালী রেস্টুরেন্টে অত্র কলেজের সভাপতি ছাত্রনেতা এস.এম.গোফরানুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলার উপদেষ্টা জননেতা মোহাম্মদ মুজিবুর রহমান। মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জননেতা মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ রিদওয়ান সাজ্জাদ। বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ নুর উদ্দীন ও ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার আইন বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ সোলাইমান খাঁন।
এতে বক্তারা আদর্শিক ছাত্ররাজনীতি চর্চায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
কাউন্সিলে সকলের সর্বসম্মতিক্রমে, আগামী ২০২১-২২ ইং সেশন এর জন্য মুহাম্মদ নাঈম উদ্দিন কে সভাপতি ও এস.এম আমিনুল হাসান কে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ ফখরুদ্দিন জাবেদ কে সাংগঠনিক সম্পাদক ও কাজী মনিরুল ওয়াজেদ’কে অর্থ সম্পাদক করে নতুন কমিটি গঠন ঘোষণা করা হয়।
পরিশেষে কর্মীদের মাঝে দরসে হাদীস কপি ও মেসওয়াক বিতরণ শেষে দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।