ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

খলিফাতুর রাসূল (দঃ),আমীরুল মু’ মিনীন, হযরত সৈয়্যদুনা আবু বকর সিদ্দিক (রাঃ) স্মরণে ওরশে সিদ্দিকে আকবর (রাঃ) ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের অভিষেক অনুষ্ঠান চেরাগী পাহাড়স্থ মোমিন রোড দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে গত ৮ ফেব্রুয়ারি, ২০২১ ইং সকাল ১০ঘটিকায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি জননেতা মাওলানা নুরুল ইসলাম জিহাদী। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন যুবনেতা এইচ. এম. মহিউদ্দিন, সৈয়দ মুহাম্মদ খোবাইব, মাওলানা মুহাম্মদ রিয়াজ হোসাইন, মাওলানা মুহাম্মদ ফোরকান কাদেরী, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম ইয়াসিন, ছাত্রনেতা মুহাম্মদ নিজামুল করিম সুজন সহ আরো প্রমুখ।