ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জহির উদ্দিন, বন্দর প্রতিনিধি

ভারতের শিয়া নেতা কর্তৃক পবিত্র কুরআন শরীফের ২৬ টি আয়াত নিয়ে দায়কৃত রিট বাতিল ও শ্রীলঙ্কায় নিরাপত্তার অজুহাতে বোরকা নিষিদ্ধকরণ এবং আড়ং কোম্পানি কর্তৃক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সুন্নাত দাড়ি রাখার কারণে নিয়োগ পরীক্ষার ভাইবা বোর্ড থেকে চাকুরীপ্রার্থীকে অসম্মান সহ ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে যে পরিকল্পিত ষড়যন্ত্র শুরু করেছে তার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ গত ২০ মার্চ (শনিবার) নগরীর জামাল খান মোড়ে ছাত্রসেনা নগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি জননেতা মাওলানা নুরুল ইসলাম জিহাদী, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন নগর দক্ষিণের সাবেক সভাপতি মাওলা রেজাউল করিম ইয়াছিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা ওবায়দুল মোস্তফা কদম রসুলি, ইসলামী ফ্রন্ট নগর দক্ষিণ’র সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ হোসাইন, যুবসেনা নগর দক্ষিণের সহ সভাপতি মুহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান বাদশা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আব্দুল্লাহ আল জাবের,  আরো উপস্থিত ছিলেন, ছাত্রসেনা নগর দক্ষিণের মুহাম্মদ নূর রায়হান চৌধুরী, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ রবিউল হাসান, আবু নাছের মাহফুজ, মঈন উদ্দিন মোরশেদ, মুহাম্মদ শোয়াইব, নাছির আহমদ মিঠু, হাফেজ মুহাম্মদ রাশেদ, আসিফ, মোবারক হোসেন, জুনায়েদ জাকি, শাহিন সহ কোতোয়ালি, সিটি কলেজ, যুল-ইয়াক্বীন পরিষদ।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল জামাল খান মোড় থেকে শুরু হয়ে নগরীর আন্দরকিল্লা মোড়ে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

Related Articles

Back to top button
close