ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

জহির উদ্দিন, বন্দর

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের ব্যবস্থাপনায় আয়োজিত ২৬ মার্চ (শুক্রবার) মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ ইসলামী ছাত্রােনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ জহির উদ্দীন ও সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দীনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মাওলানা হাফেজ ইদ্রিস আল-ক্বাদেরী, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ নুরুল কবির রিজভী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ৩৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউর রহমান, যুবসেনা বন্দর থানার আহবায়ক মাওলানা মুহাম্মদ গোলাম হোসাইন আল-ক্বাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানার দপ্তর সম্পাদক মুহাম্মদ গোলাম তাহের প্রমুখ।

Related Articles

Back to top button
close