ছাত্রসেনা চাতরী ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন সম্পন্ন
এস এম গোফরান, আনোয়ারা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদের আওতাধীন ৮নং চাতরী ইউনিয়ন পূর্ব পরিষদের স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন গত ১২ই মার্চ রোজ শুক্রবার বিকাল ৩টায় ডুমুরিয়া বটতলস্থ কার্যালয়ে অত্র শাখার সভাপতি মুহাম্মদ ফরহাদ রেযার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে মেহমানে আ’লা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলার সাবেক সহ-সভাপতি হাফেয মাওলানা আব্দুর রহিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলার উপদেষ্টা মুহাম্মদ মজিবুর রহমান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তৈয়্যবীয়া সুন্নিয়া দাখিল মাদরাসা কাপ্তাই, সহ-সুপার মাওলানা মোহাম্মদ মোরশেদুল হক আল-ক্বাদেরী, বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দীন, সাবেক সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলা,মুহাম্মদ ইমদাদুল ইসলাম বাবলু, মুহাম্মদ মোজাম্মেল হক,মাওলানা আরিফুল ইসলাম, মুহাম্মদ শোয়েব হোসেন সাজ্জাদ, মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ আজাদ হোসেন প্রমুখ।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ আলী জিন্নাহ,বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদের সাংগঠনিক সম্পাদক আতাউল মোস্তাফা জামশেদ।
মুহাম্মদ অভির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী আরমান তানভীর,মুহাম্মদ রেজা, মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ তানিম,মুহাম্মদ রাফি,মুহাম্মদ মোস্তাফিজ,মুহাম্মদ জাবেদ,মুহাম্মদ সাব্বির, মুহাম্মদ সাঈদ প্রমুখ।
পরে ডেলিগেটদে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ অভিকে সভাপতি, মুহাম্মদ আলী আরমান তানভীরকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ রেজাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩৪ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।