ছাত্রসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন
সালাউদ্দিন তারেক, পটিয়া প্রতিনিধি

বাংলাদেশের ৫০ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন’২১ আজ ১৯ মার্চ (শুক্রবার) পটিয়ার শান্তিরহাট কাশবন রেস্টুরেন্ট অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সভাপতি মুহাম্মদ রাশেদুল হক ফারুকীর সভাপতিত্বে এই প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের ১ম পর্ব অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সাবেক সভাপতি যুবনেতা এস. এম. মোজাম্মেল হক, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া পশ্চিম পরিষদের সভাপতি জননেতা আলহাজ্ব ডা. জামাল আহমদ মাস্টার, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ সাইফুদ্দীন।
২০১৯-২০ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে অধিবেশনের ২য় পর্ব বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ সোহেল এর সভাপতিত্বে শুরু হয়, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ সাইফুদ্দীন, নির্বাচন কমিশনার হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান মুরাদ পারভেজ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সভাপতি আল্লামা মুফতী সৈয়দ আলাউদ্দিন আল কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সহ-সভাপতি জননেতা হাজী ছাবের আহমদ সওদাগর, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সাধারণ সম্পাদক জননেতা মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা মুহাম্মদ আজিজুল হক, আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীন কেন্দ্রীয় পরিষদ ওমান শাখার প্রেসিডিয়াম সদস্য জননেতা মাওলানা মুহাম্মদ হাসান আলী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সহ সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ জসিম উদ্দিন সিদ্দিকী, জননেতা মুহাম্মদ কায়ছার খান, বাংলাদেশ ইসলামী যুবসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক যুবনেতা মুহাম্মদ মামুনুর রশিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ তারেক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সাবেক সভাপতি এম. এ. কালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন সাইফু, সাবেক সভাপতি এইচ. এম. এনামুল হক, আসহাব উদ্দীন মুরাদ প্রমুখ।
পরিশেষে প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিলে মুহাম্মদ মিসহাব উদ্দীনকে সভাপতি, মুহাম্মদ তৌহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ ইমতিয়াজ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২১-২০২২ সেশনের শক্তিশালী একটি কমিটি গঠন করা হয়েছে।