ছাত্রসেনা পটিয়া সরকারি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি

অহিংস ছাত্ররাজনীতির মডেল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন নতুনত্ব ও সৃজনশীলতায় অগ্রগামী আদর্শ কর্মী তৈরির আতুরঘর ঐতিহ্যবাহী পটিয়া সরকারি কলেজ শাখার নতুন পরিষদ গঠিত হয়।
পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত, নাতে রাসূল(দ.) পরিবেশন এবং জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ছাত্রনেতা মনজুরুল ইসলামের সভাপতিত্বে, সম্মেলনের যুগ্ম আহ্বায়ক এম. নাজমুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব মজলুম জননেতা কাজী সোলায়মান চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, যুবসেনা পটিয়া উপজেলা পূর্বের সভাপতি যুবনেতা মুহাম্মদ নাইম উদ্দিন আলমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুবসেনা পটিয়া উপজেলা পূর্বের সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসাইন, পটিয়া সেন্ট্রাল হসপিটালের পরিচালক ইফতেখার উদ্দিন মিশু, আলিফ ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ডা: আলমগীর হোসাইন প্রমূখ।
সাবেক সভাপতিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আরিফুল হক রানা ও কামরুল ইসলাম।
উক্ত কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা রিদুয়ান সাজ্জাদ।
বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-প্রচার সম্পাদক রবিউল করিম ও মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক ইমরান হোসেন ফারুকী।
পরে, নবগঠিত ২০২১-২২ সেশনে সাজ্জাদ হোসাইন সভাপতি, মোজাম্মেল হক সাহেদ সাধারণ সম্পাদক ও আরিফ হোসাইন সবুজ সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়।