ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি

গত ২৬ মার্চ (শুক্রবার) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাঁশখালীর গুনাগরস্থ রাজকুটির রেস্তোরায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের কাউন্সিল অনুষ্ঠান ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্বে করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের সভাপতি ছাত্রনেতা সামশুল আরেফিন খালেদ এবং সঞ্চালনা করেন ছাত্রনেতা মুহাম্মদ ইমরান খান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক জননেতা মনিরুল ইসলাম আশরাফী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ওসমান শাহাদাত, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার অর্থ সম্পাদক জনাব আশেকুর রহমান আল কাদেরী, বাংলাদেশ ইসলামী যুবসেনা বাঁশখালী উপজেলার সভাপতি যুবনেতা মুহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক যুবনেতা মুহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলার সাবেক সভাপতি যথাক্রমে মুহাম্মদ শওকত আলী, মুহাম্মদ শফিউল বশর নঈমী ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা দক্ষিণের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মুহিব্বুল্লাহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মুজিবুর রহমান ইমতিয়াজ, অনুষ্ঠানে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উত্তরের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ খোরশেদ হাশেমী।
পরিশেষে ২১-২২ সেশনের জন্য ৩৪ জনের সমন্বয়ে খালেদ-ইমরান-সাজ্জাদ পরিষদ গঠন করা হয় এবং তাদের শপথবাক্য পাঠ করানো হয়।