ছাত্রসেনা সিটি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি

আজ ০৬ ই মার্চ ২০২১ইং দেশের সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখার কাউন্সিল নগরীর মোমিন রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোবারক হোসাইন ও জুনাইদ জাকীর যৌথ সঞ্চালনায় মুহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্ব পবিত্র কোরআন তিলাওয়াত, নাতে রাসূল, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জননেতা আলমগীর ইসলাম বঈদী, উদ্বোধক ছিলেন- ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল ইসলাম ও প্রধান বক্তা ছিলেন- ছাত্রনেতা আমির হোসাইন।
অন্যান্য অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- যুবনেতা খোরশেদুল আলম সুমন, ছাত্রসেনা সৈয়দ মোয়াজ্জেম হোসেন মাসুম, হুমায়ুন কবির, এয়ার আহমেদ জামসেদ, আসিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শেষে মুহাম্মদ সাজ্জাদ হোসাইন কে সভাপতি, মুহাম্মদ শফিউল করিমকে সাধারণ সম্পাদক, মোবারক হোসাইনকে সাংগঠনিক সম্পাদক ও জুনাইদ জাকীকে অর্থ সম্পাদক করে ৩১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। পরবর্তীতে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।