জামেয়া তাহেরিয়া আনওয়ারুল উলূম মাদরাসায় ‘বই উৎসব’ অনুষ্ঠিত
কাজী মুহাম্মদ জুনাইদ জাকী, নিজস্ব প্রতিবেদক

গতকাল সকাল ১১টায় চন্দনাইশ উপজেলাধীন মোহাম্মদপুর গ্রামে নবনির্মিত জামেয়া তাহেরিয়া আনওয়ারুল উলূম মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নূরুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বই উৎসবে প্রধান অতিথি ছিলেন জোয়ারা ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব আমিন আহমেদ চৌধুরী রোকন। উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজ’র প্রভাষক মোহাম্মদ শাহেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ মুসলিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলী কোম্পানি, জোয়ারা ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা আবু মুহাম্মদ মিশকাতুল ইসলাম, শিক্ষানুরাগী মুহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী, শিক্ষানুরাগী মোহাম্মদ হোসেন চৌধুরী, জোয়ারা ৫নং ওয়ার্ড মেম্বার মুহাম্মদ বদিউল আলম, প্রাক্তন মেম্বার মুহাম্মদ ইকবালুর রশীদ সেলিম, প্রাক্তন মেম্বার মুহাম্মদ মহরম আলী ভূঁইয়া, মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দীন, মুহাম্মদ ছৈয়দ, মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন, মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান, মুহাম্মদ আবদুল মান্নান প্রমুখ।
মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ রাশেদুল ইসলাম কাদেরী।
এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুকুল আলম চৌধুরী, মোহাম্মদ সরোয়ার উদ্দীন, মোহাম্মদ আবু ছৈয়দ, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ, মোহাম্মদ রমযান আলী, মাওলানা মোহাম্মদ ইব্রাহীম, মাহমুদুল হাসান, মোহাম্মদ মামুন, মোহাম্মদ ইরফান উদ্দীন, মোহাম্মদ ফজলুল করিম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ উপস্থিত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ২০২২ সালের নতুন পাঠ্যবই বিতরণ করেন।