তাহেরিয়া-ছাবেরিয়া মাদ্রাসা কমিঠির খতমে গাউছিয়া ও আলোচনা সভা সম্পন্ন
এস.এম. গোফরান, আনোয়ারা

৫মার্চ(শুক্রবার) বিকেলে আনজুমান-এ- রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট কতৃক পরিচালিত আনোয়ারা সদরস্থ ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া ছাবেরীয়া সুন্নিয়া মাদরাসা হেফজ ও এতিমখানার পরিচালনা কমিটির উদ্যোগে মাসিক খতমে গাউছিয়া শরীফ ও খাজা গরীবে নেওয়াজ (রহঃ)’র ফাতেহা উপলক্ষে এক আলোচনা সভা জনাব আলহাজ্ব মুহাম্মদ রেজাউল হক এর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মুফতি কাজী শাকের আহমদ চৌধুরী ও আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোরশেদুল হক আল কাদেরীর যৌথ সঞ্চালনায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ (কমিশনার), প্রধান আলোচক গাউছিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলার সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব,এতে কুরআন হাদীসের আলোকে এবং খাজা গরীবে নেওয়াজ(রহঃ)জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ তক্বরির পেশ করেন, কানাই মাদারী তাহেরীয়া ছাবেরীয়া সুন্নিয়া মাাদ্রসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা মুজিবুর রহমান আল কাদেরী ও মুহাম্মদীয়া কুদ্দুচিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আহমদ নুর আলকাদেরী,বিশেষ অতিথি ছিলেন মাওলানা নুর মুহাম্মদ আনোয়ারী,এসএম আবদুল হালিম, মুহাম্মদ ফরিদুল আলম(ব্যাংকার),মাষ্টার মুহাম্মদ এয়াকুব আলী, মুহাম্মদ নাছির উদ্দীন ছিদ্দিকী,মাষ্টার মুহাম্মদ সরওয়ার আলম, হাফেজ মুহাম্মদ শাহজাহান,হাফেজ মুহাম্মদ আবু ছৈয়দ, হাফেজ মুহাম্মদ সাজ্জাদ হোসাইন, মুহাম্মদ কলিম উল্লাহ,হাফেজ মুহাম্মদ মিজান,আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলম,মুহাম্মদ আবদুল আজিজ,মুহাম্মদ আলী আক্কাস,এস.এম সিরাজুম মুনির,মুহাম্মদ নুরুল ইসলাম সওঃ,মুহাম্মদ কামাল উদ্দিন,আলহাজ্ব নুরুল হক( ব্যাংকার)সহ প্রমুখ।
পরিশেষে দেশ-জাতি ও মাদরাসার অগ্রগতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ নুর আল কাদেরী।