দক্ষিণ শর্তা ইউনিট শাখা গাউসিয়া কমিটির উদ্যোগে সুন্নি সম্মেলন ও দাওয়াতে খায়র মাহফিল

কায়েছ উদ্দিন, রাউজান

গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা শাখার আওতাধীন দক্ষিণ শর্তা ইউনিট শাখার আয়োজনে গত ১৯ মার্চ শুক্রবার সুন্নি সম্মেলন ও দাওয়াতে খায়র মাহফিল অত্র শাখার সভাপতি জনাব মাওলানা তৌহিদুল ইসলাম এর পরিচালনায় এবং হাটহাজারী অদুদিয়া মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক জনাব আলহাজ্ব ফারুক আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর সম্মানিত যুগ্ম-মহাসচিব করোনা ফ্রান্টলাইনের যোদ্ধা জনাব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার সাহেব,প্রধান বক্তার তকরির পেশ করেন- উত্তরশর্তা সিনিয়র ফাজিল মাদরাসার মুদাররিস মুফতি সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরী, বিশেষ বক্তা হিসেবে তকরির ও দাওয়াতে খাইর মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু যাহরা মুহাম্মদ মোজাম্মেল হক সাহেব।

উদ্বোধকের হিসেবে বক্তব্য রাখেন,গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা শাখার সাধারণ সম্পাদক কে এম ফখরুদ্দিন মোজাম্মেল সাহেব।

উক্ত সুন্নি সম্মেলেনে নাতে রাসূল (দ:) পরিবেশন করেন আল ক্বাদেরী ইসলামী সাংস্কৃতিক ফোরামের নেতৃবৃন্দগণ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা শাখার ও আওতাধীন ইউনিট শাখার নেতৃবৃন্দ ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

পরিশেষে সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আসাদ চৌধুরী বাড়ি ইউনিট শাখার সভাপতি জনাব মাওলানা গোলাম মোস্তফা জিহাদী সাহেব।

Related Articles

Back to top button
close