দ্বীন ও মাজহাবের খেদমতে নুর মােহাম্মদ আল কাদেরীর আত্মত্যাগ অবিস্মরণীয়

প্রেস বিজ্ঞপ্তি

নগরীর কোরবানীগঞ্জস্থ বলুয়ার দিঘির খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়বিয়ায় গত রবিবার আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) এর প্রধান খলিফা নুর মোহাম্মদ আল কাদেরীর (র.) ৪৩তম সালানা ওরশের আয়ােজন করা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, নুর মােহাম্মদ আল কাদেরী (র.) জাগতিক জীবনে একজন সফল ব্যবসায়ীই ছিলেন না শুধু, তিনি একজন সফল আধ্যাত্মিক সাধকও ছিলেন। যিনি আল্লাহ রাসুলের সন্ত্রষ্টির লক্ষ্যে দ্বীন-মাজহাবের খেদমতে নিজের জীবন ও সম্পদ উৎসর্গ করেছিলেন।

গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মােহাম্মদ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারক আলােচনায় প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টে সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনােয়ার হােসেন, বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মােহাম্মদ সামশুদ্দিন, এস.এম গিয়াস উদ্দিন সাকের, অধ্যাপক কাজী সামশুর রহমান, মাহবুবুল হক খান। প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অসিয়র রহমান আল কাদেরী।

এতে বক্তব্য রাখেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি ও নুর মােহাম্মদ আল কাদেরীর মেঝ ছেলে মুহাম্মদ মহসিন। অধ্যক্ষ আবু তালেব বেলালের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভােকেট মােছাহেব উদ্দিন বখতিয়ার।

আলােচনায় অংশ নেন, আল্লামা এম.এ.মান্নান, আল্লামা হাফেজ সােলায়মান আনসারি, আল্লামা মুফতি কাজি আবদুল ওয়াজেদ, আল্লাম হাফেজ আশরাফুজ্জমান আল কাদেরী, ড. লিয়াকত আলী, আল্লামা জুরফিকার আলী, অধ্যক্ষ বদিউল আলম রিজভী, আল্লামা জসিম উদ্দিন আল আজহারী, আল্লামা আবুল আসাদ জুবায়ের রজভী, সৈয়দ আবদুল মান্নান, অধ্যাপক ড. আনােয়ার হােসেন, অধ্যাপক ড. আবদুল মাবুদ, মাওলানা আবদুল মােস্তফা মােহাম্মদ রহিম আল আজহারী, মাওলানা জয়নাল আবেদীন আল কাদেরী মাওলানা ফউজুল কবির।

উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম, মাওলানা আবদুল গফুর রিজভী, মাওলানা ইউছুফ আলকাদেরী, মাওলানা আবদুল করিম নুরী, মাওলানা ওবায়দুল হক হকানি, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা কাজী শাকের আহমদ, হাফেজ আবদুল হাই, ইঞ্জিনিয়ার মীর্জা ফজরুল কাদেরী, কাজী মঈনুদ্দিন ফারুক, মাহবুব আলম, মাওলান আবদুল্লাহ, কামরুদ্দিন সবুর, মাস্টার হাবিবুল্লাহ, জমির হােসেন মাস্টার, জাহাঙ্গীর আলম চৌধুরী, আহসান হাবীব চৌধুরী হাসান, এরশাদ খতিবী, মাস্টার আবুল হােসেন, আ. ন.ম তৈয়ব আলী প্রমুখ।

Related Articles

Back to top button
close