দ্রুত সময়ে চিহৃিত সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে

নিজস্ব প্রতিবেদক

আল্লামা ইউসুফ বদরীর উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে বিক্ষোভ সমাবেশে বক্তারা

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কক্সবাজার উত্তর জেলার সভাপতি ও জেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা আল্লামা ইউসুফ বদরীর উপর নৃশংস কায়দায় হামলার প্রতিবাদে আজ (৩০ অক্টোবর) বিকাল ৩ টায় চট্টগ্রাম চেরাগী পাহাড় চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বৃহত্তর চট্টগ্রাম মহানগর শাখা।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি জননেতা মাওলানা আব্দুন নবী আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জননেতা নুরুল ইসলাম জিহাদি।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নগর উত্তর সাধারণ সম্পাদক জননেতা নাসির উদ্দীন মাহমুদ। নগর উত্তর যুবসেনা সভাপতি হাবিবুল মুস্তফা সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বদরুল হুদা তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নগর দক্ষিণ যুবসেনা সভাপতি মুহাম্মদ জামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন- মুহাম্মদ গিয়াস উদ্দীন নেজামী,যুবসেনার কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাও. মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান,মুহাম্মদ আব্দুন নবী,মাও. নুরুল কবির রেজভি,মাও.সোহাইল উদ্দীন আনছারী, মাও. এনাম রেজা কাদেরী প্রমুখ।

বক্তব্য রাখেন মুহাম্মদ মহিউদ্দীন, মাওলানা ফজল আহমদ, শাহাজাহান বাদশা,আমির হোসেন লিটু, হাফেজ নুরুল আলম রিয়াজ হোসাইন,মুহাম্মদ কামাল উদ্দীন মঈন উদ্দীন কাদেরী,আরাফাত,মুহাম্মদ নুর,জামাল উদ্দীন, সাকিউল কাউসার প্রমুখ।

এতে বক্তারা বলেন- যারা একাত্তরে এদেশের বিরোধিতা করেছে তারা দেশদ্রোহী যেমন তেমনি ইসলামের মূলধারারও বিরোধি। একাত্তরের পরাজিত শক্তির অনুসারী বক্তারা ক্রমান্বয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)’র মত শ্বাশ্বত দিবসকে অস্বীকার করে, বিরোধিতা করে হাজার বছর ধরে মীমাংসিত বিষয়ে ইসলাম ধর্মানুসারীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা যুক্তিতে না পেরে অস্ত্র হাতে নিয়ে আল্লামা ইউসুফ বদরীর মত আলেমদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা করছে। বক্তারা, সুফিবাদি প্রবীণ আলেম ইউসুফ বদরীর উপর চিহৃিত হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঈদে মিলাদুন্নবী (দ.)’র মত রাষ্ট্রীয় দিবসকে নিয়ে কটুক্তি করার অপরাধে চকরিয়া থানায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তিদানের আহ্বান জানান।

Related Articles

Back to top button