ধর্মপুর মা’সুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
ছফিউল্লাহ জাবেদ, ধর্মপুর প্রতিনিধি

দক্ষিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন ধর্মপুর দরবার শরীফে অবস্তিত মা’সুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার অডিটোরিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির সূর্য সন্তান ও শহীদদের স্মরণে অত্র মাদরাসার সুপার আলহাজ্ব এস এম আব্দুল্লাহ শাহেদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা আমান উল্লাহ আনসারী, মাওলানা নুুরুল আলম ফারুকি, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্বাস উদ্দিন, মাস্টার মুরশেদ আলী, মাস্টার ফরহাদুল ইসলাম, মাস্টার তাসনিমুল হাসান সাকিব, মাস্টার রাব্বি হোসেন, শরীফুজ্জামান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন বাঙ্গালী জাতীর গৌরব এ মহান স্বাধীনতা। এ স্বাধীনতার যারা বিরোধিতা করবে নিঃসন্দেহে তারা জঙ্গী ছাড়া কিছু নয়। উক্ত অনুষ্ঠান থেকে আহ্বান করা হয় অসহায়, দরিদ্র, নিঃস্ব মানুষের পাশে থেকে সমাজের হিংসা মূলক কর্ম কান্ড পরিহার করে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার।
পরিশেষে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।