পটিয়ায় হিলফুল ফুযুল মওলা আলী(রাঃ) ব্রিলিয়ান্ট টাচ্ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
সালাহদ্দীন তারেক, পটিয়া

পটিয়ার কৈয়গ্রামস্থ হিলফুল ফুযুল শান্তি সংঘের উদ্যোগে ১৯শে মার্চ’২১ইং শুক্রবার পূর্ব কৈয়গ্রাম ছাবেরিয়া মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে মওলা আলী (রাঃ) ব্রিলিয়ান্ট টাচ্ বৃত্তি পরীক্ষা’১৯ইং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের ৩ নং থানামহিরা ওয়ার্ডের ইউপি সদস্য এবং অত্র ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী মুহাম্মদ আলম, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম খাতুনগঞ্জ সালমা গ্রুপের চেয়ারম্যান এবং পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব শামসুল আলম। সংগঠনটির সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং মুহাম্মদ জুনাইদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ হালীম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মুহাম্মদ আবু আজম, সংবর্ধেয় অতিথি ছিলেন হিলফুল ফুযুল পরিচালনাধীন ইমাম আহমদ রেযা (রহঃ) তাজবিদুল কুরআন একাডেমীর দাতা সদস্য হাজী মুহাম্মদ শামসুল আলম।
বক্তারা বলেন, শিক্ষার উদ্দেশ্য হবে আদর্শ ও নৈতিকতাবোধ সম্পন্ন নাগরিক গড়ে তোলা। ছেলে মেয়েদের সুশিক্ষার মাধ্যমে সুদ, ঘুষ, ইভটিজিং মাদকাসক্তিসহ নানা প্রকার অসৎকর্ম থেকে বিরত রাখতে হবে। বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হিলফুল ফুযুল অনন্য ভূমিকা রাখছে। সমাজে নেতিবাচক কাজের বিপরীতে যারা ইতিবাচক কাজে ভূমিকা রাখে তারাই সমাজের প্রকৃত স্টার। সমাজে ভালো মানুষ গড়ে তোলার জন্য প্রধান ভূমিকা রাখতে হবে পরিবারকে। এছাড়াও সামাজিক ও জনহিতকর কাজে তরুণদের উদ্বুদ্ধ করতে এগিয়ে আসতে হবে সকলকে। সামাজিক, সেবা ও শিক্ষার উন্নয়ন কাজে ভূমিকা রাখার জন্য তারা হিলফুল ফুযুলকে ধন্যবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পটিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল হারুন, পূর্ব কৈয়গ্রাম ছাবেরিয়া মাদ্রাসার সুপার মাওলানা আহমদ কবির রেজভী, উপদেষ্টা সিরাজুল ইসলাম স্টীল, মাস্টার আনোয়ার হোসাইন, ইঞ্জিঃ আব্দুল্লাহ আল মামুন, উপদেষ্টা ও ভূমিদাতা মুহাম্মদ হাসান, বৃত্তি পরীক্ষার পরিচালক আরমানুল ইসলাম, নিয়ন্ত্রক সালাহউদ্দিন তারেক, সাবেক সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ ও শাহিদুল হক, সংগঠনের কর্মকর্তা মুহাম্মদ আজমগীর, আসহাব উদ্দিন মুরাদ, আরমানুল ইসলাম, রুবেল, ছৈয়দ, কাইছার, তারেক, মিজান প্রমুখ।