পটিয়ার হিলফুল ফুযুল শান্তি সংঘের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন
সালাহউদ্দিন তারেক, পটিয়া

পটিয়া উপজেলার জিরি ইউনিয়নস্থ কৈয়গ্রামের শিক্ষা, সেবা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন হিলফুল ফুযুল শান্তি সংঘের দ্বি-বার্ষিক কাউন্সিল গত (২৪ সেপ্টেম্বর’২১) শুক্রবার সংগঠনের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে নির্বাচন কমিশনার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাস্টার মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ মঈনুদ্দীন, সাবেক সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ শাহিদুল হক।
উক্ত কাউন্সিল অধিবেশন সভায় সর্ব সম্মতিক্রমে মুহাম্মদ আজমগীরকে সভাপতি ও মুহাম্মদ জুনাইদ হোসেনকে সাধারণ সম্পাদক এবং আরিফুল ইসলাম রুবেলকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সভায় নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যরা বক্তব্যে সংগঠনটিকে আরো বেগবান ও কার্যকরী করে গড়ে তোলার জন্য বিভিন্ন যুগোপযোগী সমাজ ও মানব কল্যাণমূলক কর্মসূচী গ্রহন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।