পেশাজীবি ইঞ্জিনিয়ারদের সংগঠন ওডিইবি’র চতুর্থ বর্ষ ফূর্তি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

গতকাল (১০ই অক্টোবর) রোববার সন্ধ্যায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ কার্যালয়ে ওডিইবি কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় চট্টগ্রাম ডিভিশনের সহযোগিতায় ওডিইবি চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “ওডিইবি ডে” সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আলমগীর হোসাইন এর সভাপতিত্বে পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, করোনা কালে দাফন কাফন ও সৎকার কমিটির প্রধান, সেবামূলক আধ্যাত্মিক প্রতিষ্ঠান গাউছিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার।

বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি আইটি ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান ও অর্গানাইজেশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি প্রফেসর ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, উত্তরজেলা গাউছিয়া কমিটির সভাপতি এহসান উদ্দীন পেয়ার, ওডিইবি ফরেন ব্রাঞ্চের আহবায়ক প্রবাসী ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার জুনাইদ হোসাইন, ইঞ্জিনিয়ার তৌহিদুল আলম, ইঞ্জিনিয়ার রুবাইয়েত হোসেন প্রমুখ।

এতে প্রতিষ্ঠাবার্ষিকী ওপর প্রবন্ধ পাঠ করেন সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান বলেন- ‘To Built Better Bangladesh’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী কারিগরি শিক্ষার্থী ও পেশাজীবি ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণের মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নতর দক্ষতা অর্জন ও মেধাবী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের নিমিত্তে ওডিইবি গঠিত হয়।

এ লক্ষ্যে ২০১৭ সালের ১০ই অক্টোবর গঠিত হয়ে বিভিন্ন স্কিল ভেবলপমেন্ট প্রজেক্ট যেমন, ইন্ডাস্ট্রিয়াল সেইফটি ট্রেইনিং, লিডারশীপ ট্রেইনিং, স্কিল ডেবলপ ফর ফিউচার বাংলাদেশ, কর্পোরেট স্কিলস এন্ড ম্যানারিজম ইত্যাদি প্রশিক্ষণ সফতার সাথে আয়োজন করে।

এতে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুস সোবহান, জুবাইর রেজভী, চট্টগ্রাম ডিভিশনের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম তাসলিম, সহ সভাপতি ইঞ্জিনিয়ার শাফায়াত হোসাইন,মুহাম্মদ মঞ্জুর আলম, ইমাম হোসেন ইকবাল হোসেন, ইমন বিন আইয়ুব, ইকবাল হোসাইন, আসিফ তানবীর, আব্দুল্লাহ আল হারুন, ইকরাম হোসেন প্রমুখ।

Related Articles

Back to top button
close