ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ওমর ফারুক জালালী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা কাযী মুঈনুদ্দীন আশরাফী (মু.জি.আ.),প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত কেন্দ্রীয় পরিষদের সদস্য ড. আনোয়ার হোসেন।
এম.এইচ চৌধুরী ফিরোজের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন উপাধ্যক্ষ মাওলানা জসীম উদ্দীন আলক্বাদেরী, ব্যাংকার মাওলানা আবু মনসুর, মাষ্টার খোরশেদুল আলম,মাষ্টার শফিউল আলম, মাওলানা ফরিদুল আলম, মাইনুল আলম চৌধুরী,এস.এম জাহাঙ্গীর,হাফেজ মোজাহেরুল হক চৌধুরী,মাওলানা দ্বীন মুহাম্মদ, জনাব নুরুল ইসলাম,মাষ্টার এস.এম আলতাফ,জনাব মামুনুর রশীদ, জনাব আলাউদ্দীন, ব্যাংকার মঈন উদ্দীন পারভেজ,শাহজাদা জমির উদ্দীর কুতুবী,জননেতা নুরুল ইসলাম, যুবনেতা আলমগীর হোসেন, নাজিম খাঁন মেম্বার, রফিকুল আলম, মাওলানা জহুরুল হক, শহীদুল্লাহ চৌধুরী, এমদাদ উদ্দীন চৌধুরী, শাহজালাল, শহীদুল্লাহ কায়সার,এস.এম নজরুল ইসলাম, হুমায়ুন কবির, আলমগীর হোসেন মামুন,মোতালেব পারভেজ,নুরুল আবছার,তারেক আলম, মুহাম্মদ সাহেদ, আনোয়ার হোসেন, আজিজুর রহমান,হাসান কুতুবী, এরশাদ চৌধুরী,আব্দুল্লাহ আল নোমান,হাফেজ ফরহাদসহ প্রমুখ।