ফটিকছড়িতে ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন

সেনানী নিউজ ডেস্ক

ফটিকছড়িতে ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন

মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে নামাজরত মুসল্লীদের ওপর বর্বর ইসরায়েলি আক্রমণ এবং ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নারী-শিশু ও বেসামরিক মানুষ হত্যার প্রতিবাদে গত ১৪ মে (শুক্রবার) ঈদের দিন বাদে জুমা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার আয়োজনে কেন্দ্র ঘোষিত প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ আজাদী বাজার চত্ত্বরে ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি মাষ্টার খোরশেদু্ল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

মিজানুর রহমান মুন্না’র সঞ্চালনায় উক্ত প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্ট নেতা মুহাম্মদ শাহজালাল, আলী আকবর, মোতালেব পারভেজ, নাসির উদ্দীন, জামাল পাশা কন্ট্রাক্টর, মাওলানা জাকারিয়া আনসারি, জামাল সওদাগর, জসীম উদ্দীন কোম্পানি, হুমায়ুন কবির ফয়েজ, তারেক আলম, আবদুর রহমান বাবর, সাইফুল ইসলাম সোহেল, পারভেজ, বেলাল, হাসান কুতুবী, এরশাদ চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান, তুহিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- অবৈধ রাষ্ট্র ইসরাইল পবিত্র আল-আকসা মসজিদের মুসল্লির উপর গুলি, টিয়ারসেল, বিভিন্ন গুরুত্নপূর্ণ স্থাপনা ধ্বংস, বিমান ও গ্রেনেড হামলা চালিয়ে যেভাবে তান্ডব অব্যাহত রেখেছে তা চরম অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ।

এ বর্বরোচিত হামলা ও ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করে বিশ্ব মুসলিমের হৃদয়ে আঘাত হেনেছে। ইহুদীবাদী ইসরাইলের এ জুলুম নির্যাতন ও হত্যাকান্ড বিশ্ব মুসলিম কোনভাবেই বরদাশ করবে না।অচিরেই জাতিসংঘকে ইসরাইলকে বিচারের কাটগড়ায় দাঁড় করানোর দাবী জানান বক্তারা।

পরিশেষে ফিলিস্তিনি শহীদদের জন্য এবং নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমদের জন্য বিশেষ দু’আ পরিচালনা করেন আজাদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল মোস্তফা নুরী সাহেব।

Related Articles

Back to top button