ফটিকছড়িতে মাহফিল এ সুলতানে কারবালা ও ওরশে কুল সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে ফটিকছড়ি এফ এ ইসলামিক মিশন ওয়াকফ কমপ্লেক্স আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে মাহফিল এ সুলতানে কারবালা, গাউছে জমান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.)’র ওরশ মোবারক ও মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার মুহাম্মদ জালাল উদ্দীন আহমেদ এর ছেহলাম শরীফ উপলক্ষে নুরানী মাহফিলে কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা সৈয়দ মুহাম্মদ জয়নুল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা মুহাম্মদ এম এ মান্নান। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী।

বিশেষ মেহমান ছিলেন আহলে সুন্নাতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা মুফতি মুহাম্মদ আবদুর রহিম আল কাদেরী, উপাধ্যক্ষ আল্লামা আবদুস শুক্কুর আনছারী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আল কাদেরী, অধ্যক্ষ আল্লামা আবুল কালাম,

এফ এ ইসলামিক মিশন ওয়াকফ কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন আল্লামা মুহাম্মদ তৈয়বুল আলম, আলহাজ্ব মাওলানা করিম উদ্দীন নুরী, আল্লামা জসিম উদ্দিন আবেদী, শায়ের মাওলানা মুখতার আহমদ রজভী, মাওলানা এ টিএম মুজিবুল হক, মাওলানা আ ন ম তৈয়ব আলী, মাওলানা নঈমুল হক নঈমী, মাওলানা মাহাবুবুল আলম, হাফেজ মাওলানা দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন, মাস্টার মাসুদ রানা, মাওলানা মুসলিম উদ্দীন, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা মুহাম্মদ শাহাদাত কাদেরী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ওসমান গনি, মুহাম্মদ জয়নুল আবেদীন, মুহাম্মদ আমান উল্লাহ ও মুহাম্মদ হায়দার আলী।

কুরআন তিলাওয়াত ও নাতে রাসুল (দ.) পরিবেশন করেন শাহাজাদা আহমেদ আজিজ আবেদীন, আজিজুল হাকিম সাজ্জাদ, শায়ের মুনির উদ্দিন কাদেরী ও শায়ের মুহাম্মদ নুরশেদ রেযা।

Related Articles

Back to top button
close