বদরখালী বাজারে চিহ্নিত জামাত-শিবিরের ক্যাডার বাহিনীর হামলার শিকার আল্লামা ইউসুফ বদরী

নিজস্ব প্রতিবেদক

আজ (২৭ অক্টোবর) বুধবার বেলা ১২টার সময় বদরখালী বাজারে আহলে সুন্নত ওয়াল জামাতের স্বনামধন্য আলেমেদ্বীন দক্ষিণ চট্রলার ঐতিহ্যবাহী সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান চরণদ্বীপ রজবিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক ও চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগস্থ গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা ইউসুফ বদরী’র উপর বদরখালী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলভী আবুল বশরের লেলিয়ে দেওয়া জামাত-শিবিরের কর্মীরা হামলা করে মারাত্মকভাবে আহত করে।

বর্তমানে আল্লামা ইউসুফ বদরী গুরুতর আহত অবস্থায় চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বদরখালীর কেন্দ্রীয় মসজিদে জুমার আলোচনায় খতিব মৌলভী আবুল বাশার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য রাখলে আল্লামা ইউসুফ বদরী অন্য এক মাহফিলে সেটার প্রতিবাদ করেন, এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার স্বপক্ষে কোরআন- হাদিসের আলোকে দলিল ভিত্তিক আলোচনা পেশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নবী- অলির দুশমন, ঈদে মিলাদুন্নবীর দুশমন ও দেশের শত্রু মৌলভী আবুল বশর তার লালিত জামাত শিবির গুন্ডা বাহিনীর মাধ্যমে ন্যক্কারজনক এ হামলা চালায়।

Related Articles

Back to top button
close