ছাত্রসেনা বাঁশখালী উপজেলার ইসরায়েল বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সেনানী নিউজ ডেস্ক

ছাত্রসেনা বাঁশখালী উপজেলার ইসরায়েল বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়।

ছাত্রসেনা বাঁশখালী উপজেলার ইসরায়েল বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা দক্ষিণের সভাপতি ছাত্রনেতা ইয়াসিন আরাফাত শাকিলের সভাপতিত্বে ছাত্রনেতা মুহাম্মদ ইমরান খানের সঞ্চালনায় উক্তি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রসেনা বাঁশখালী উত্তরের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ শামসুল আরেফিন খালেদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা অধ্যাপক মুনিরুল ইসলাম আশরাফী। এতে প্রধান বক্তার বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখার অর্থ সম্পাদক জননেতা মাওলানা আশেকুর রহমান আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা বাঁশখালী উপজেলার প্রচার সম্পাদক যুবনেতা খায়রুল বশর। বিশেষ বক্তা ছিলেন, বায়তুল ইয়ানত সেল বাঁশখালী উপজেলা শাখার মহা-সচিব মুহাম্মদ শওকত আলী।

ছাত্রসেনা বাঁশখালী উপজেলার ইসরায়েল বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়

এতে বক্তারা বলেন, ইজরায়েলের সকল পণ্য মুসলমানদের বর্জন করা অতীব জরুরী এবং ইজরায়েলের এমন কর্মকাণ্ড একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সাপোর্টে করতে পারে না। তাই আপনি যে ধর্মেরই হোন না কেন ফিলিস্তিনের মাছুম বাচ্ছাদের পাশে মানবতার খাতিরে হলেও পাশে দাঁড়ানো উচিত। পরিশেষে ইজরায়েলের এমন বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

উপস্থিত ছিলেন, ফোরকান রেজা, আলী আকবর, আলিম রজভী, খোরশেদ হাশেমী, আবদুল আলিম, খোরশেদ, মনির উদ্দিন, তারেক আজিজ, ইমতিয়াজ, মঈন প্রমুখ।

Related Articles

Back to top button
close